ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কন্স্যুলার সেবা সপ্তাহ উপলক্ষ্যে মালয়েশিয়ায় আলোচনা সভা

প্রকাশিত : ২৩:৪৮, ২১ মার্চ ২০১৮

কন্স্যুলার সেবা সপ্তাহ উপলক্ষ্যে গতকাল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের জন্য হাইকমিশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম। 

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম নেতৃত্বে কন্স্যুলার সেবা উপলক্ষ্যে ১৯ মার্চ থেকে বাংলাদেশীদের প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে। 

এই কন্স্যুলার সেবা সপ্তাহ কার্যক্রমের মধ্যে আছে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন, জন্ম-নিবন্ধন ও ভোটার কার্ড এর মাধ্যমে এমআরপি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ, ফরম পুরণের খুঁটিনাটি সরাসরি তত্ত্বাবধান, প্রয়োজনীয় পরামর্শ দান, এবং আবেদনকারীদের ছবি ও আঙ্গুলের ছাপ গ্রহণ বা বায়োমেট্রিক তথ্য নিবন্ধন।  এদিকে পাসপোর্ট ফি সংক্রান্ত বিষয় যেমন প্রফেশনাল ও ডিপেনডেন্টদের জন্য ৩৮৫ আরএম, স্টুডেন্ট এবং ওয়ার্কারদের জন্য ১১৬ আরএম এর ব্যাংক ড্রাফট করতে হবে।  এ ছাড়া ভিসা কপি, স্টুডেন্ট আইডি, ওয়ার্ক পারমিটসহ সংশ্লিষ্ট দলিলাদি আনতে হবে। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচে মো. হুমায়ুন কবির,  পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, পাসপোর্ট বিভাগের প্রজেক্ট ডিরেক্টর মেজর আবেদ, ডেপুটি ডিরেক্টর সাইদুর রহমান, ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াসমিন, দূতাবাসের  সেকেন্ড সেক্রেটারি শ্রম ফরিদ আহমেদ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি