ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কাতারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৬ মার্চ ২০১৮

কাতারের রাজধানী দোহার আল হিলাল এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ৪৭তম মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় সময় ভোর পাঁচটায় বাংলাদেশের সাথে মিল রেখে একযোগে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন পতাকা উত্তোলন করা হয়

পতাকা উত্তোলনের পর রাষ্ট্রদূত আসুদ আহমেদ-এর সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আজগর আলী। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আর/এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি