ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ব্যর্থতায়ও পুরস্কার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:১৪, ২৭ এপ্রিল ২০১৮

কেবল সফল হলেই পুরস্কার পাওয়া যায়। কিন্তু এ নিয়ম ভেঙেছে কানাডায়। সেখানে চার শিক্ষার্থী পেয়েছেন ব্যর্থতার পুরস্কার্। আর এ চারজনের সবাই বাংলাদেশি। এ পুরস্কার দিয়েছে দেশটির মেমোরিয়াল ইউনিভার্সিটি নিউফাউন্ডল্যান্ডের।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- সাইফ আহমেদ (২৩), মেহনাজ তাবাসসুম (২১), আদিব রহমান (১৮) ও মাহমুদুল ইসলাম (২০)। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন ১ হাজার কানাডীয় ডলার।

মেহনাজ তাবাসসুম জানান, তারা একটি ব্যবসায়িক প্রকল্প নিয়ে কাজ করছিলেন। কিন্তু এতে তারা ব্যর্থ হন। তাদের এ ব্যর্থতায় বিশ্ববিদ্যালয়ের মেমোরিয়াল সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ তাদের ফেল টেল কাপের জন্য মনোনীত করে। ব্যর্থ হওয়ার পরও শিক্ষার্থীরা যাতে তাদের চেষ্টা অব্যাহত রাখেন, সে জন্যই এই পুরস্কার চালু করা হয়েছে।

সূত্র: সিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি