ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ওমানে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ওমান প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ৯ জুন ২০২০

আরাফাত ও তার পাসপোর্টের কপি; ছবি- একুশে টেলিভিশন।

আরাফাত ও তার পাসপোর্টের কপি; ছবি- একুশে টেলিভিশন।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় প্রবাসীদের মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। তার সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত রোববারও (৭ জুন) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২৫ বছর বয়সী এক প্রবাসী যুবক।

জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের আল-হামরিয়া অঞ্চলে বসবাসকারী চট্রগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ গ্রামের আরাফাত হোসেন নামের ওই যুবক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওমান রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের খবরটি নিশ্চিত করেন মাইটিভির ওমান প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি একুশে টেলিভিশনের প্রতিবেদকে জানান, অনেকে বলছেন নিহত ব্যক্তি চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসিন্দা। কিন্ত পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহত আরাফাত হাটহাজারি উপজেলার বাসিন্দা। 

তবে, ওমানে কোন দেশের কত জন প্রবাসী নাগরিক করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েকদিন পৃর্বে দেশটির সুপ্রিম কমিটির এক তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ প্রবাসী করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি