ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বছরের শিশুর 

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৯, ২০ জুন ২০২০ | আপডেট: ২২:৫০, ২০ জুন ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহতের শিশুর নাম আমির হামজা। জেদ্দা প্রবাসী শেখ বারেক এর সন্তান। নিহত আমির হামজার বাবার নাম শেখ বারেক। শেখ বারেক এর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।
 

জানা যায়,গত কিছুদিন আগে অসুস্থ মায়ের সঙ্গে জেদ্দাস্থ ন্যাশনাল হাসপাতালে যান। ডাক্তার দেখানোর পর বাড়ি ফিরে আসতে ছেলে ও ছেলের মাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাস্তার অন্য পাশে গাড়ি আনতে যান শেখ বারের। ছেলে আমির হামজাও বাবার সাথে যেতে চাইলে শেখ বারেক ছেলেকে তার মায়ের কাছে রেখে রাস্তা পারাপার করে কিন্তু ছেলে বাবার সাথে যাবার জন্য মায়ের কাছ থেকে দূরে রাস্তা পার হতে চাইলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে আমির হামজা মাটিতে লুকিয়ে পড়ে মারাত্মক আহত হয়। পরে ধরাধরি করে হাসপাতাল নিয়ে যায় এবং আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শোকাহত পরিবারের পক্ষ থেকে আমির হামজার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন,সবার প্রিয় শেখ বারেক তার সন্তানের মৃত্যুতে জেদ্দাস্থ প্রবাসী বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। 

সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমির হামজার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাবহ পরিবারের প্রতি  সমবেদনা জ্ঞাপন করেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি