ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:২৬, ২৪ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এসময় তারা সহ আরও এক আমেরিকান নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে নিউইয়র্ক থেকে সাড়ে ৩০০ মাইল দূরে রচেস্টারের অন্টারিও কাউন্টিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহত আরেকজন অপর গাড়ির চালক ছিলেন। 

নিহতরা হলেন- মোজাম্মেল হক রাসেল (৩৩) এবং তার ছোট ভাই হিমেল আকতার জয় (২৮)। তাদের বাসা নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়ায়। রাসেল ছিলেন দুই সন্তানের জনক। তিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। 

অপরদিকে, মারা যাওয়া গাড়ি চালক ৮১ বছরের আমেরিকান এক বৃদ্ধ। তিনি ওহাইওর বাসিন্দা।

এদিকে, দুই পুত্রের মরদেহ আনতে তাদের বাবা সিরাজুল ইসলাম ভূঁইয়া ও সামাজিক সংগঠন ময়মনসিংহ তারুণ্যের সভাপতি মোহাম্মদ কবির মঙ্গলবার রচেস্টারের পথে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি