ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের মৃতদেহ উদ্ধার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৯ আগস্ট ২০২০

কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার জেলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর অরব নিউজ’র। 

জানা যায়, নিহতরা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

কুয়েতের পুলিশ জানায়, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল ঐ মা ও মেয়ে থাকতেন। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি