ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ভিসার মেয়াদ শেষ : সৌদি প্রবাসীদের অনেকেই টিকেট পায়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২০

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও অধিকাংশ প্রবাসীরাই সৌদি আরবের টিকেট পায়নি।

এদিকে মঙ্গলবারও টিকেটের জন্য সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে প্রাবসীরা জড়ো হয়। তবে অনেকেই টিকেট পাননি। টোকেন থাকলেও সৌদি এয়ারলাইন্স যাদের ভিসার মেয়াদ ৩০ তারিখ শেষ হয়েছে তাদের টিকেট দিচ্ছে না।  

এদিকে টিকেটের দাবীতে পররাষ্ট্র মন্ত্রনালায় ঘোড়াও করেছে প্রাবসীরা। তাদের দাবী স্বয়ংক্রিয় ভাবে ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার যেন উদ্যোগ নেয়। 

অপরদিকে, ওয়েস্ট এশিয়ার মহাপরিচালক এফ এম বোরহান উদ্দিন জানিয়েছেন, সৌদি প্রাবাসীদের আকামার মেয়াদ স্বয়ংক্রিয় ভাবে বাড়লেও ভিসার মেয়াদ বাড়ছে না। 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি