ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে মাহবুব উল আলম হানিফ এর রোগমুক্তির জন্য দোয়া 

আব্দুল হামিদ, নিউইয়র্ক

প্রকাশিত : ১৮:১৬, ১৫ নভেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ এমপি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সাংসদ হানিফের রোগ মুক্তি কামনা করে গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব মিলনায়তনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। উক্ত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং দোয়া মাহফিলে তাঁকে সহযোগিতা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু।

সভায় নেতৃবৃন্দরা বলেন, প্রিয়নেতা মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায আক্রান্ত হয়েছেন।

মাহবুব উল আলম হানিফের আশু রোগমুক্তি কামনা করি এবং তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মীদের মাঝে ফিরে এসে আবার যেন জনগণের সেবা করতে পারেন। কর্মীবান্ধব এই জননেতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণে বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, নির্বাহী সদস্য আবদুল হামিদ, বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী,এম আলমগীর, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একে আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, মাহফুজ হায়দার, রশিদ রানা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, নির্বাহী সদস্য গোলাম মওলা চৌধুরী, যুবলীগ নেতা জাহিদ হোসেন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীনসহ বাংলাদেশ ক্লাবের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি