ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্সের নির্বাচন সম্পন্ন

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:১৬, ৯ ডিসেম্বর ২০২০

ব্রিটেনের মূলধারার আইনজীবী সমিতি দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সলিসিটর দেওয়ান মাহদি সভাপতি ও সলিসিটর নূরুল গাফফার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৫ ডিসেম্বর) এ নির্বাচন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

করোনাকালীন আইন মেনে হলের পরিবর্তে রিমোটলি ইলেকট্রনিক প্লাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার  নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার সলিসিটর নাজির আহমেদ এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সলিসিটর শাহনাজ আহমেদ, সলিসিটর মাসুদ চৌধুরী, সলিসিটর চৌধুরী জিন্নাহ আলী দায়িত্ব পালন করেন।

আইনজীবী সমিতির নব-নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট ফরিদা হাকিম, জহির আশাজ, শাহ মিসবাহুর রহমান, আমিনা হক, যুগ্ম সম্পাদক মো. মাহদি হাসান, মুনশাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাহমিনা কবির, কোষাধ্যক্ষ জেসমিন আকতার, যুগ্ম কোষাধ্যক্ষ আবদুল হালিম সরকার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ গনি উল্লাহ, প্রেস ও প্রকাশনা সম্পাদক শাবলুল হক, সংস্কৃতি ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক কাউন্সিলর কাহার চৌধুরী, গভর্নিং বডির সদস্য গোলাম জিলানি মাহবুব, মো. শাহিদুল ইসলাম মামুন, শাব্বির আহমদ, রাহাদ চৌধুরী, ইমরুল শেখ, রায়হান আহমেদ, ফজলে এলাহি।

উল্লেখ্য, ব্রিটেনের মূল ধারার আইনজীবী সংগঠনের অভিষেক ১২ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল’সোসাইটি হলে সুপ্রিম কোর্টেও
প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি