ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ২৩:০৩, ৭ জানুয়ারি ২০২১

মালয়েশিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ। গত বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

প্রকৌশলী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আল-মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডলার রঞ্জন দাস। এ সময় বক্তব্য রাখেন কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সভাপতি এম এইচ জুয়েল, সাধারণ সম্পাদক এস এম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা রাজু বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও নিরাবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ তাই বাংলাদেশের-ই আরেক নাম। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অন্য উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তারা। 

ঐক্যবদ্ধ ছাত্রলীগ সবসময় শক্তিশালী তাই দেশ এবং প্রবাসে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে সত্যিকারের ছাত্রদের প্রাধান্য দেয়ার অনুরোধ জানান মালয়েশিয়া ছাত্রলীগ নেতারা। 

পরে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধু'র জীবন ও আদর্শ নিয়ে লেখা বই উপহার হিসাবে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুয়ালালামপুরে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন রাজু, সাইফুল ইসলাম, মনজুরুল ইসলাম, সরদার এনামুল হক সাংগঠনিক সম্পাদক রোবেল রানা, ধর্ম বিষায়ক সসম্পাদক ফয়সাল মালিক, আনিসুর রহমান, সাইফুল মোল্লাহ, রাহুল, এবাদুল্লাহ, শাওন, শান্ত, বশিরসহ অন্যরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি