ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ২৩:৫৯, ৭ জানুয়ারি ২০২১

মালয়েশিয়ায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বিগত দিনের সকল হিসেবকে পিছনে ফেলে সর্বোচ্চ রেকর্ড করেছে। এবার নতুন করে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ২৭ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। যা চলমান কোভিড-১৯ এ মালয়েশিয়ায় সর্বোচ্চ। একসময়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মালয়েশিয়া স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে দেশটিতে সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৬৫ জনে। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫২১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৩ জন।

এদিকে, বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান ইপুহ এলাকায় একটি কন্সট্রাকশন প্রজেক্টে করোনা পজিটিভ রোগী শনাক্তের পর পুরো প্রজেক্টটি বন্ধ করে দেয়া হয়েছে। কোয়ারেন্টিনে নেয়া হয়েছে প্রজেক্টে কর্মরত প্রায় দেড় শতাধিক শ্রমিককে। দেশটিতে কড়া বিধিনিষেধের পরও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলায় নতুন করে ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি