ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের জেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১৫ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটেনের পোর্টমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

জানা গেছে, ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০টার দিকে ক্লেরেডন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন মুহিব। পোর্টমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করতেন ওই বাংলাদেশি যুবক। 

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিনকে চিনতেন না। মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে যান। তার আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশের মুহিবের নামে আগে কোনা মামলা নেই।  রেবেকা অস্টিন নামে পোর্টমাউথ আদালতের বিচারক গত ১৩ জানুয়ারি এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দিন আদালতের উপস্থিত ছিলেন ওই ভুক্তভোগী তরুণী। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেষ্টুরেন্ট কর্মী মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন। আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন।

মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে বলেও জানিয়েছে ব্রিটিশ আদালত। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি