ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ২৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি) লোমহর্ষক এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের অজগর আলীর ছেলে লিটন মিয়া,  চাঁদপুরের কচুয়া থানার বাতাপুকুরিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল ও  একই জেলার মতলব দক্ষিণ থানার নলুয়া গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদি। 

তাইফ প্রবাসী কমিউনিটির নজরুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কাজে যায় তারা। একটি পানির টাংকি পরিষ্কার করার সময় ভিতরে থাকা বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে আশেপাশে থাকা অন্য লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।’ 

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি