জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা আর নেই
প্রকাশিত : ১৬:৫২, ১৮ এপ্রিল ২০২১
বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা গতকাল ১৭ই এপ্রিল, ২০২১ আমেরিকার ক্যানসাস স্টেটের মিসৌরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)।
মরহুমের ছোটো ভাই ইউসূফ আহমেদ সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর খবর জানান। এছাড়াও মুক্তধারা নিউ ইয়র্ক এক শোকবার্তা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আহমেদ মুসা অসুস্থ্য হয়ে প্রথমে নিউ ইয়র্কে পরবর্তীতে তার মেয়ের কাছে টেক্সাসের ওকলাহোমা সিটিতে এবং শেষে কানসাসেরি মিসৌারিতে ছেলের কাছে বসবাস করছিলেন।
স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবারের সবাই যুক্তরাষ্ট্রের কানসাসেই অবস্থান করছেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।
বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হওয়ার পর আহমেদ মুসা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, কলাম ও বিভিন্ন নাটক রচনা করেন।
আরও পড়ুন