ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচদিনের ছুটিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ৬ মে ২০২১

Ekushey Television Ltd.

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৫ মে) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের জন্য দূতাবাসের সকল কার্যাদি বন্ধ থাকবে। তবে শনি ও রোববার সাপ্তাহিক বন্ধের কারণে ১৫ ও ১৬ মেও বন্ধ থাকবে বাংলাদেশ দূতাবাস। 

এর ফলে টানা পাঁচ দিন বন্ধ থাকবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সেবা।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যেও সরকারের বিধিনিষেধ মেনে সকল কার্যাদি পরিচালনা করে আসছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে দূতাবাসের পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে প্রতিদিন পাঁচ শতাধিকের উপরে মানুষকে সেবা দেওয়া হয়। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকায় এ সেবা ব্যাহত হবে বলে মনে করছেন প্রবাসীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি