ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৬ জুন ২০২১

সৌদি আরবে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সৌদি সময় রাত ২টার দিকে আল নেওয়াজ সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রিপন (২৯) মারা যান। নিহত সাইফুল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের আবু নাছেরের ছেলে।

নিহতের বড় ভাই শাহজাহান শিপন ও জেঠাতো ভাই মিনহাজ মাহমুদ তাপিম রোববার (৬ জুন) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের বড় ভাই শিপন জানান, তার ছোটভাই ৫ বছর আগে সৌদি আরবে গমন করেন। সেখানে নিজের গাড়িতে বিভিন্ন পণ্য সরবরাহ করত সে। শনিবার রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি