ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেদ্দা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান শামীম আর নেই

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ২৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটায় জেদ্দার জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এডভোকেট মাহমুদ হাসান শামীমের মৃত্যুতে জেদ্দা আওয়ামী দশ সংগঠন, এগারো সংগঠন, জেদ্দা কমিউনিটি, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ প্রবাসীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা জানান, এডভোকেট মাহমুদ হাসান শামীমের স্ত্রী সৌদি জার্মান হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত আছেন। সেই সুবাদে নিয়মিত চেকআপের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে তিনি চেকআপ করাতে গেলে ডাক্তার তাকে ভর্তি হতে বলেন। দুই দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর রোববার সন্ধ্যায় তিনি আমাদের ছেড়ে চলে যান। 

তার মৃত্যুতে জেদ্দা যুবলীগ তথা আওয়ামী দশ সংগঠনের অপুরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব কখনো পূর্ণ হবার মতো নয় বলে জানান সোহেল রানা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি