ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লিসবন সিটি করপোরেশন নির্বাচনে বাঙালি প্রার্থী রানা তাসলিম

মো এনামুল হক,পর্তুগাল

প্রকাশিত : ১৭:০৯, ২৪ আগস্ট ২০২১ | আপডেট: ১৮:১৮, ২৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

আগামী ২৬ সেপ্টেম্বর মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন লিসবন কামারা মিউনিসিপ্যালের এসেম্বলি সদস্যের জন্য সোশ্যালিস্ট পার্টির নীতি নির্ধারণী পরিষদে একজন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

গতকাল ২২ সেপ্টেম্বর লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করে তার আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করেন। 

রানা তাসলিম উদ্দিন বলেন, আসন্ন গত ২৩ জুলাই লিসবনের মেয়র ডঃ ফারনান্দো মেদিনা লিসবন কামারা মিউনিসিপ্যালের সকল প্রার্থীর সাথে আমার নাম ঘোষণা করেন। এমতাবস্থায়, আমার কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও আঞ্চলিকসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, জয়ী হলে তার প্রথম এজেন্ডাই হবে লিসবনের মাতৃম্মনিজ এলাকায় দীর্ঘ প্রত্যাশিত মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করার অনুমতি অর্জন করা, মহিলাদের জন্য একটি কমন রুমের ব্যবস্থা করা পাশাপাশি এশিয়ান ইমিগ্রান্টদের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করারও আন্তরিক অভিব্যক্তি ব্যক্ত করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি