ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ আফগানিস্তান থেকে ফিরছে বাংলাদেশি নাগরিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৩১ আগস্ট ২০২১

আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দেশে ফিরছেন। কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে আজ তারা বাংলাদেশে ফিরবেন। 

আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।

এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি