ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

সৌদিতে ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১

সৌদি আরবের রিয়াদে ইলেকট্রিকের কাজ করার সময় ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট উপর থেকে পড়ে শেখ ফরিদ আরজু (২০) নামে এক নোয়াখালীর যুবক নিহত হয়েছে। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রিয়াদ শহরের আল দোয়াদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোম্পানি বাড়ির মোহাম্মদ আবদুল হালিমের ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ।

তিনি বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। জীবিকার সন্ধানে গত ২০২০ সালে সৌদি আরবে যায় সে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরজুর পারিবারিক সূত্রে জানা যায়, আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে নিচে পড়ে যায় সে। পরে তার সহকারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি