ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইউক্রেন ভ্রমণে সতর্কতা জারি পর্তুগালের

মো: এনামুল হক, লিসবন থেকে

প্রকাশিত : ০৮:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২

দিন যত যাচ্ছে সাময়িক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের বিভিন্ন সীমান্তে প্রায় ১ লাখ ৩০ হাজার সৈন্য এবং ভারী অস্ত্র নিয়ে প্রস্তুত রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সৈন্যরা ইউক্রেনে হামলা চালাতে পারে।

ইউক্রেনের চলমান পরিস্থিতিতে নাগরিক, দূতাবাসে কর্মচারি ও কর্মকর্তাদের নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে পর্তুগালের সকল নাগরিককে ইউক্রেন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পর্তুগাল সরকার পরামর্শ দিয়েছে, যে সকল নাগরিকরা বর্তমানে ইউক্রেনে অবস্থান করছেন। তাদের উপস্থিতি সেখানে প্রয়োজন নেই। তারা যেন ইউক্রেন ছাড়ার জন্য বিবেচনা করেন। এই সতর্কতা সব সময়ের জন্য নয় এবং যে কোনও সময় পরিবর্তন হতে পারে। এই সতর্কতা নাগরিকদের নিরাপত্তার জন্য নেয়া হচ্ছে বলে বলছে দেশটি।   

তবে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বেলারুশ সীমান্তের কাছাকাছি এলাকায় ভ্রমণের জন্য সুপারিশ করেছে পতুর্গালের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির সরকার আরও বলছে, ইউক্রেনের পরিস্থিতি ওপর পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ নির্ভর করছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি