ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে বাংলাদেশি জাহাজের ২৯ নাবিক নিরাপদে আছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১ মার্চ ২০২২

এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজ

এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজ

ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৯ জন নাবিকের সকলেই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের নৌপরিবহণ মন্ত্রী মহোদয় থেকে শুরু করে, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সকলেই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন ও সক্রিয়।”

তিনি আরো বলেন, “জাহাজের ক্যাপ্টেন জি এম নুর ই আলম (৪০এন) এবং চীফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক (৩৫ই)-সহ জাহাজের ২৯ জন মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার, রেটিং সুস্থ্য আছেন। জাহাজে পর্যাপ্ত খাবার আছে। সকল মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার আমাদের এই মেরিন একাডেমির (চট্টগ্রাম) এক্স-ক্যাডেট। যুদ্ধকালে বন্দরের আনুষ্ঠানিকতা সারা কঠিন; তবে আশা করা যায় যে, সেসবও সম্পাদিত হবে।”

কমান্ডার সাজিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, “ইউক্রেন-রাশিয়ার মধ্যকার আলোচনায় সমাধান আসবে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি