ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশি যুবকের খারকিভ থেকে পালানোর গল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৩ মার্চ ২০২২

রোহান চৌধুরী

রোহান চৌধুরী

ইউক্রেনের খারকিভ মেডিকেল ইনস্টিটিউটের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র বাংলাদেশি যুবক রোহান চৌধুরী। অন্য আরও অনেক বাঙালির মতো তিনিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকা পড়েছেন।

অবশেষে তিনি বৃহস্পতিবার খারকিভ থেকে নিপ্রোতে পৌঁছাতে সক্ষম হন। অপেক্ষায় আছেন ইউক্রেনের সীমান্ত অঞ্চলে পৌঁছে সীমান্ত পাড়ি দেয়ার জন্য।

রোহান বলেন, আজ অনেক বড় একটা দিন ছিল আমাদের জন্য। কেননা, আজকে আমরা ১২ থেকে ১৪ ঘণ্টা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিলাম।  যাতে আমরা একটা ট্রেন পাই এবং যা সীমান্তের দিকেই যাবে। 

গত ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে আটকা পড়েন তিনিসহ আরও অনেক বাঙালি। 

বাংলাদেশি এই যুবক বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা কোনও ট্রেন পাচ্ছিলাম না। কিন্তু অবশেষে একটা ট্রেন পেলাম। যেটাতে চেপে আমরা খারকিভ থেকে নিপ্রোতে আসতে পেরেছি। যা খারকিভ থেকে ২৩০ কি. মি. দূরে। 

মেডিকেলের এই ছাত্র বলেন, দিনটি ছিল অনেক কষ্টের, খুবই মুশকিল। কারণ, ট্রেনটিতে প্রথমে সব বাচ্চাদেরকে, ইউক্রেনের মেয়েদেরকে নেয়া হচ্ছিল। তারপর যদি কোনও জায়গা অবশিষ্ট থাকে, সেখানে বিদেশী মেয়েদের নেয়া হচ্ছিল। আর এরপর যদি জায়গা থাকে তবেই আমাদের মত বিদেশী ছেলেদের ঠাঁই হচ্ছিল।

তিনি বলেন, এদিন মূলত ৪/৫টা ট্রেন গিয়েছে, যেগুলোতে করে কেবল ইউক্রেনের শিশু ও মেয়েদেরই নেয়া হয়। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি