ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মোঃ এনামুল হক, পর্তুগাল লিসবন থেকে

প্রকাশিত : ২৩:০১, ৪ মার্চ ২০২২

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সংবাদ কর্মীদের নিয়ে পর্তুগালে ২০ সদস্য বিশিষ্ট পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জানুয়ারি স্থানীয় সময় রাত ৯টায় লিসবনের চার্কল গ্রীল রেষ্টুরেন্টে একটি সাধারণ সভায় সকলের মতামত ও আলোচনার প্রেক্ষিতে বাংলা প্রেসক্লাবের ২০২২-২০২৩ এর কার্যকরি কমিটি গঠিত হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা রনি মোহাম্মদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে ফরিদ আহমেদ পাটোয়ারী কে সভাপতি এবং রাসেল আহম্মেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্যের একটি কার্য নির্বাহি কমিটি প্রকাশ করা হয়।

এছাড়াও নতুন কমিটির সহ সভাপতি হলেন জহুরুল ইসলাম মুন, তারিকুল হাসান আশিক, এফ আই রনি। এতে সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনোয়ার এইচ খান ফাহিম, শহীদ আহমদ ও মনির হোসেন। সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ। 

কোষাধক্ষ্য জাহিদ কায়সার, প্রচার সম্পাদক মোঃ এনামুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ হাসান কোরাইশী, অভিবাসন বিষয়ক সম্পাদক আবু সাঈদ। কার্যকরি নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ, বেলাল আহমেদ, রাহিব ফয়সল ও শওকত আলম। 

সভা শেষে প্রেস ক্লাবের নতুন দায়িত্ব প্রাপ্তরা আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীদের দুঃখ-কষ্টের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি পর্তুগালের মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা রাখবে। যা সামনের দিনগুলোতে পর্তুগাল এবং বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি