ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে বাংলায় লেখা হলো ট্রেন স্টেশনের নাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১১ মার্চ ২০২২

লন্ডনে ইংরেজীর পাশাপাশি বাংলায় লেখা হলো ট্রেন স্টেশনের নাম

লন্ডনে ইংরেজীর পাশাপাশি বাংলায় লেখা হলো ট্রেন স্টেশনের নাম

Ekushey Television Ltd.

বহুকাল ধরেই লন্ডনের ব্রিকলেনে বসবাস করে আসছেন বাংলাদেশিরা। পূর্ব লন্ডনে এটি বাংলাদেশিদের আদি-ঠিকানা। বাংলাদেশি কমিউনিটির মানুষ সেখানে বড় সংখ্যায় থাকায়, অনেক দোকানপাটের নামও লেখা রয়েছে বাংলায়। কিন্তু এবার দেখা গেলো অন্যরকম এক চিত্র। এলাকার ট্রেন স্টেশনের নামও লেখা হলো বাংলা অক্ষরে ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’।

জানা গেছে, প্রতিদিন এই স্টেশন দিয়ে চলাচল করেন বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার হাজার হাজার মানুষ। এখন থেকে তারা ইংরেজির পাশাপাশি বাংলায় দেখবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। সম্প্রতি নতুন সাইন‌বোর্ডটি স্টেশ‌নে যুক্ত করা হয়। 

স্টেশনের প্রবেশমুখে ইংরেজির সঙ্গে সেখানে দেখা যাচ্ছে বাংলা হরফে লেখা নাম। আর তাঁতে উচ্ছসিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। 

সংশ্লিষ্ঠরা বলছেন, এর মধ্য দিয়ে লন্ড‌নে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদি‌নের প্রত্যাশা পূরণ হয়েছে।

স্থানীয় প্রবাসীরা জানান, স্টেশনটিতে বাংলা সাইনবোর্ড বসানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করা হয়েছিল। যিনি করেছিলেন তার নাম আব্দুল কাইয়ূম চৌধুরী। আবেদনটি গৃহীত হওয়ার পরপরই লোকাল অথোরিটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তা বাস্তবায়নে উদ্যোগী হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি