ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে কর্মী নেবে রোমানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ মার্চ ২০২২

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতাসহ অন্যরা

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতাসহ অন্যরা

রোমানিয়া সরকার তার দেশের শ্রমবাজারের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক্ট) মেয়র রবার্ট সোরিন নেগোইতা এ আগ্রহ ব্যক্ত করেন। 

রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করছে।

বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে।

এছাড়াও তাঁরা দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি