ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু 

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ২৭ মার্চ ২০২২

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে। নিহতের নাম মাওলানা জিয়াউর রহমান জাহেদ। শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সাড়ে ৯টার সময় মক্কা নগরীর হেরা গুহা নামক স্থানে রাস্তা পারপারের সময়ে ওমরাহ হজ্ব যাত্রী নিহত হয়।

জানা গেছে, গত কয়েকদিন আগে পবিত্র ওমরাহ হজ্ব পালনে করতে আসেন। ২৬ মার্চ বাদ আছর পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় হেরা গুহা উঠে ফেসবুক লাইভে আসেন। এক ঘন্টা পর নিচে নেমে রাস্তা পারপারের সময় দুর্ঘটনায় তিনি নিহত হন।

উল্লেখ্য, নিহত হজ্ব যাত্রী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া শাহ মজিদীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতীব। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলাধীন ১৭নং সোনাকানিয়া গারাংগিয়া ইউনিয়নের মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পুত্র।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি