ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতির দায়ে বাংলাদেশি পাসপোর্টসহ আটক ৬

মালয়েশিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৭, ১১ জুন ২০২২

মালয়েশিয়ায় মাস্টার মাইন্ডসহ আবারও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া ‌‘রিক্যালিব্রেশন’ প্রোগ্রামের মাধ্যমে জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ সময় সিন্ডিকেট চক্রটির কাছ থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও নেপালসহ বিভিন্ন দেশের ৪৮৮টি পাসপোর্ট জব্দ করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জুন) দুপুরে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এক সংবাদ সম্মেলনে বলেন, কুয়ালালামপুরের জালান লুমুত এবং আমপাংয়ের পান্ডান চাহায়াতে অভিযান চালিয়ে তারা ওই সিন্ডিকেট চক্রটিকে আটক করেছে। যাদের বয়স ৩২ বছর থেকে ৫২ বছরের মধ্যে। তাদের মধ্যে দুই বাংলাদেশি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছিল। দুই বাংলাদেশির মধ্যে একজন পার্মানেন্ট রেসিডেন্সও আছেন। তারা দুজনেই মালয়েশিয়ান নারীকে বিয়ে করে এ প্রতারণা করে আসছিল। প্রতারণার কাজে সহযোগিতার অপরাধে স্ত্রীদেরও আটক করা হয়েছে। তবে অভিবাসন বিভাগ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। 

এ সময় সবাইকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারায় তদন্ত করার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন সেন্টারে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত বুধবার কুয়ালালামপুরের জালান লুমুত এবং সেলাঙ্গরের আমপাংয়ের পান্ডান কাহায়ায় অভিযান চালিয়ে প্রথমে চারজন ও পরে আরো দুই বাংলাদেশিকে আটক করা হয়। গত কয়েক মাস ধরে প্রতারকদের ধরতে গোয়েন্দা সংস্থা নজরদারি চালিয়ে আসছিল।

এ সময় অভিযানে বিভিন্ন কোম্পানির ১২টি স্ট্যাম্প, কম্পিউটার ও নগদ টাকাসহ বাংলাদেশি ৪৫৭টি পাসপোর্টসহ ইন্দোনেশিয়ান ৮টি, ভারতের ৮টি, পাকিস্তানের ৮টি, মিয়ানমারের ৬টি ও নেপালের ১টিসহ বিভিন্ন দেশের মোট ৪৮৮টি পাসপোর্ট জব্দ করেছে ইমিগ্রেশন পুলিশ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি