ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৮ জুন ২০২২

সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের নাম মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪)। শুক্রবার তারা মারা যান বলে জানিয়েছেন মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম।

নিহতের মধ্যে মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮৫৩৭৬। আর রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০৮৪৩৩২৮।

এই নিয়ে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে, শুক্রবার পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন গেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি