ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ধর্মীয় নেতা, কণ্ঠশিল্পীসহ ৭ বাংলাদেশি ভারতে কালো তালিকাভুক্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৮ জুন ২০২২

আসামসহ বিভিন্ন স্থানে ‘আপত্তিকর কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের ছয় ধর্মীয় নেতা এবং একজন সংগীত শিল্পীকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার।

দেশটির দ্য হিন্দু অনলাইনের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশি এ নাগরিকদের বিষয়ে আসাম রাজ্য সরকারের কাছ থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসা বাতিল করে।

শুধু তাই নয়, বাংলাদেশি সাত নাগরিককে অবিলম্বে দেশ ত্যাগ করার নির্দেশও দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় ওই নেতারা বেশ কয়েকবার আসাম সফরে এসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ক্ষতিকর বিষয়ে প্রচার করেছেন। 

আর ভিসা বাতিল হওয়া শিল্পী মুনিয়া মুন সম্পর্কে ওই কর্মকর্তার ভাষ্য, তিনি ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন।

“পর্যটন ভিসা নিয়ে আসা ব্যক্তি ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচি বা ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। এসব কাজের জন্য মাল্টিপারপাস ভিসা লাগে” বলেন তিনি। 

অন্যদিকে, মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া পার্বত্য জেলায় পুলিশ ১১ জনকে আটক করার পরে সাত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তাদেরকে সহায়তা করায় দুইজন স্থানীয় বাসিন্দা ও একজন গাড়িচালককেও আটক করেছে রাজ্য পুলিশ। 

এই ১১ জন বাংলাদেশির মধ্যে নারী ও শিশু রয়েছে।
আরএমএ/ এএইচএস/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি