ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২ জুলাই ২০২২

সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। 

শুক্রবার (১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যে জানা যায়, ঢাকার লালবাগের তপন খন্দকার (৬১) শুক্রবার (১ জুলাই) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। বৃহস্পতিবার (৩০ জুন) মক্কায় মারা যান জামালপুরের কামারখন্দের (৪৭) মো. রফিকুল ইসলাম।  

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ২৭ দিনে বাংলাদেশ থেকে ৪৬ হাজার ১২০ জন সৌদি আরব পৌঁছেছেন।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫০ হাজার ২১৮ জন রয়েছেন। মোট ১৩৯ ফ্লাইটে সৌদি যান এসব হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাসের ৯টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে আরো জানানো হয়, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত সাতজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, তপন খন্দকার এবং সর্বশেষ মো. রফিকুল ইসলাম। এর মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় দুজন হজ যাত্রী মারা গেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি