ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে গাড়ি চাপায় বাংলাদেশী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রাইভেট কারের চাপায় মমিনুল হক নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। 

বাংলাদেশ সময় শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

নিহতের আত্মীয় সাইফ উদ্দিন বাবর জানান, তিন বছর পূর্বে মমিনুল ওমান পাড়ি জমান। ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ করতেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দেশে। 

স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করতে যান মমিন। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

বাবর আরও জানান, কয়েকজন বাংলাদেশীসহ একটি ভাড়া বাসায় থাকতেন মমিনুল। শনিবার সকাল ১০টার দিকে তার রুমমেটরা মৃত্যুর বিষয়টি ফোনে তাদেরকে নিশ্চিত করেন। 

তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি