ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী  প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০১, ২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ওমানে সড়ক দুর্ঘটনায় মমিনুল হক (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। 

শনিবার (২ জুলাই) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে একটি শপিং মলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

মমিনুল হকের আত্মীয় সাইফ উদ্দিন বাবর জানান, শুক্রবার রাতে সেদেশে তার বাড়ির মালিকসহ কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।

সাইফ উদ্দিন আরও জানান, তিন বছর পূর্বে মমিনুল হক ওমান পাড়ি জমান। ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ করতেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ওমানে কয়েকজন বাংলাদেশিসহ একটি ভাড়া বাসায় থাকতেন মমিনুল। শনিবার সকাল ১০টার দিকে তার রুমমেটরা মৃত্যুর বিষয়টি ফোনে তাদেরকে নিশ্চিত করে। তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান স্বজনরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি