ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২ জুলাই ২০১৭ | আপডেট: ২১:২৫, ৩ জুলাই ২০১৭

ছবি: সামিনা নাজ

ছবি: সামিনা নাজ

ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সামিনা নাজকে নিয়োগ দিয়েছে সরকার।  সামিনা নাজ এখন মুম্বাইতে বাংলাদেশের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে যোগ দেন। কর্মজীবনে তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি