ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনিভার্সিটি পুত্রায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

মোঃ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ০৯:৪৫, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)’য় বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন-পুরাতন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান।

শুক্রবার (২৫ নভেম্বর ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফিলিপ কটলার হলে ২০২০-২০২২  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভিন হক তিতলির উপস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মুহাম্মদ ফেরদৌস ইকবাল ও  মাস্টার্সে অধ্যয়নরত শাহ আহমেদ রেজা। 

শুরুতেই ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং বিশ্ববিদ্যালয়টির থিম সং। এরপর নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা, গান ও গীতিনাট্যে বিভিন্ন ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী শোয়াইব বিন কামাল, সুয়াদ আস সামিহ, সুমাইয়া সাত্তার সুমু, মোহাম্মাদ কামরান খান, ফেরদউস মুনশি, সাজিদ আব্দুল্লাহ, সুমায়া রহমাতুল্লাহ, সয়েদ ফাইজানুলহকসহ আরও অনেকে। 

এছাড়াও নৃত্য পরিবেশন করেন শাওনি শ্বাস্তিকা, তাস্নিম মাহদিয়া, জারীন তাস্নিম ইসলাম, মেহারন নেসা মিতু, নাজমুল আহসান মৃধা, মোহাম্মাদ তাওহিদুল ইসলাম, হৃদয় হাসান, সয়েদ ফাইজানুল হক।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ নবীনদের অভ্যর্থনা জানান এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সততার সঙ্গে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পুরাতন শিক্ষার্থীরা নতুনদের উদ্দেশ্যে বলেন, ‘আত্মীয়স্বজনকে স্বদেশে রেখে শুধু উচ্চশিক্ষার আশায় আজ তোমরা বিদেশের মাটিতে। পড়াশোনা শেষ করে মাতৃভূমির উন্নয়নে কাজ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সব জ্যেষ্ঠ শিক্ষার্থীকে পাশে পাবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি