ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পতাকা অবমাননা: মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীর জরিমানা

মালয়েশিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৮, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় পতাকা অবমাননার অভিযোগে আটক বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক মো. দিপলপ হোসেনকে সারে ৩ হাজার রিঙ্গিত (বাংলাদেশী টাকায় ৮৪ হাজার টাকা) জরিমানা করেছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আদালতে দোষ স্বীকার করার পর ম্যাজিস্ট্রেট পি. সারুলতা প্রবাসী বাংলাদেশি মো. দিপলপ হোসেনকে জরিমানা করার পর ওই সময়ই জরিমানার অর্থ পরিশোধ করেন।

জানা গেছে, গত ২৬ নভেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের জালান মুহিব্বাহার একটি অ্যাপার্টমেন্টে নিজ বাসার বারান্দায় আর্জেন্টিনার পতাকার নিচে মালয়েশিয়ার পতাকা টাঙান। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন স্থানীয় এক মালয়েশিয়ান নাগরিক। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে শাহআলম থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আটকের পর মো. দিপলপ হোসেন দণ্ডবিধির ধারা ৫০৪ এবং অপরাধ আইন ১৯৫৫ এর ১৪ ধারা এবং মালয়েশিয়ান যোগাযোগ এবং মাল্টিমিডিয়া কমিশন আইন ১৯৯৮ এর ২৩৩ ধারার অধীনে তদন্ত করার জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি