ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ৪৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ২২:০২, ১৭ ডিসেম্বর ২০২২

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ১২ বাংলাদেশিসহ ৪৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর রাতে সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ আজ এক বিবৃতিতে বলেন, এ অভিযানের সময় ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ৪৮ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও ৫ জন নারী, ১২ জন বাংলাদেশি, ৫ জন মিয়ানমার নাগরিক এবং একজন ভিয়েতনামী নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছর পর্যন্ত।

অভিবাসন বিভাগ বলছে, গ্রেফতারকৃতরা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছে। তাদেরকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপো নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি