ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভিন্ন আমেজে মালয়েশিয়ায় বর্ষবরণ

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ১৫:৫৬, ১ জানুয়ারি ২০২৩

পৃথিবীর বর্ষপরিক্রমায় যুক্ত হল আরেকটি নতুন বছর। বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বিশ্বের অধিকাংশ দেশ ২০২৩ সালকে স্বাগত জানালেও ভিন্নভাবে ইংরেজি নববর্ষকে বরণ করেছে মালয়েশিয়া।

এর আগের দু’বছর কোভিড মহামারির জন্য অনাড়ম্বরভাবে নতুন বছর উদযাপন হয়েছিল। গেল ক্রিসমাস ডে, নিউ ইয়ার ও আগত চায়নিজ নিউ ইয়ারকে সামনে রেখে রাজধানী কুয়ালালামপুরসহ আশপাশের শহরগুলো আগে থেকেই সাজানো হয়। 

তবে সম্প্রতি মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে বন্যার কারণে নতুন সরকারের ঘোষণা অনুযায়ী আতশবাজীর পরিবর্তে পর্যটন নগরী আধুনিক মালয়েশিয়ার প্রতীক মিনারা কেএলসিসি আলোর ঝলকানির মধ্যদিয়ে ইংরেজি নববর্ষ ২০২৩ সালকে বরণ করেছে।

সাম্প্রতিক সময়ে কেলান্তান রাজ্যে বন্যার কারণে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দাতারান মেরদেকাতে নববর্ষের উদযাপন বাতিল করেন। যা মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

এদিকে, হাজারো মানুষের উপস্থিতিতে ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকে ‘কাউন্ট ডাউন’ শুরু হয় মিনারা কেএলসিসিতে। ঠিক ১২টা ১ সেকেন্ডে বর্ণিল আলোকচ্ছটায় মুখরিত হয়ে ওঠে টুইন টাওয়ার মিনারা কেএলসিসি। 

এ সময় মিনারা কেএলসিসি মালয়েশিয়ার পতাকার রঙে রাঙানো হয়। বর্ণিল আলোকচ্ছটা উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে স্থানীয় মালয়েশিয়ান ও বিভিন্ন দেশের পর্যটকদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতও ছিল চোখে পড়ার মত।

বিকাল হতেই মালয়েশিয়ানরা পরিবার-পরিজন নিয়ে ছুটে যান টুইন টাওয়ার সংলগ্ন মাঠে। মাঠ পেরিয়ে জনস্রোত গিয়ে ঠেকে মাঠ সংলগ্ন আশপাশের সড়কগুলোতে। রাত ১২টা বাজার আগ থেকে পুরো এলাকা ভুভুজেলা বাঁশির শব্দে মুখরিত হতে থাকে। 

১২টা বাজার সাথে সাথে ভুভুজেলা বাঁশির শব্দে পুরো এলাকা প্রকোম্পিত হয়।

যেকোন নাশকতা ঠেকাতে গোটা কুয়ালালামপুর, টুইন টাওয়ার এবং মারদেকা মাঠ সংলগ্ন এলাকায় ছিল বিপুল সংখ্যক পুলিশী টহল। শহরে প্রবেশকরা বাস ও ট্রেনগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। এছাড়া বসানো হয় কুয়ালালামপুরের অধিকাংশ রাস্তায় পুলিশি রোড ব্লক। 

রোড ব্লকের মাধ্যমে লাইসেন্স, কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়। যাদের অধিকাংশই ছিল ফরেনার।

এদিকে, মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার দেশটিতে বসবাসরত প্রবাসীদের বাংলাদেশীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সতর্কতা অবলম্বন করে ও মালয়েশিয়ার আইনকে সম্মান করে প্রবাসে দেশের ভাবমুর্তি বজায় রেখে নিরাপদে চলাফেরার আহ্বান জানান হাইকমিশনার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি