ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

‘অনৈতিকভাবে মালয়েশিয়ার এয়ার টিকিটের দাম বৃদ্ধির প্রতিবাদ’  

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা-কুয়ালামপুর রুটে এয়ার টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা। সংগঠনটির নেতারা টিকিটের বর্ধিত মূল্য কমানো এবং টিকিট সিন্ডিকেট বন্ধে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন। শনিবার রাতে (৪ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের আলোছায়া রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. জাহিদ হাসান বলেন,‘বর্তমানে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের জন্য এয়ার টিকিটের আকাশচুম্বী মূল্য বিরাজ করছে। বিভিন্ন উড়োজাহাজ সংস্থা থেকে অনৈতিকভাবে টিকিটের এই দাম কয়েকগুণ করা হয়েছে। করোনা পরবর্তী সময়ের পর বিমানের টিকিটের দাম ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকায় যাওয়া-আসা করা গেলেও। এখন শুধু ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতেই ৫২ থেকে ৫৫ হাজার টাকায় টিকিট ক্রয় করতে হচ্ছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে টিকিটের মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। যা গেল কয়েক মাস থেকে ঢাকা-কুয়ালালামপুরের ওয়ান ওয়ে টিকিটের মূল্য সর্বকালের সেরা রেকর্ড পার হয়ে যায়।’ 

এ সময় সাধারণ সম্পাদক শরিফ আহমেদ তার লিখিত বক্তব্যে বলেন, দেশের রিক্রুটিং এজেন্সীগুলোর সিন্ডিকেটের কাছে বলী হচ্ছে মালয়েশিয়াগামী প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার শ্রমবাজারকে টার্গেট করে এয়ারলাইন্সগুলো অনৈতিকভাবে টিকেটের মূল্য কয়েকগুণ বাড়িয়েছে। অতিরিক্ত দামের জন্য নতুন কর্মীরা মালয়েশিয়ায় যেতে হিমশিম খাচ্ছেন। এতে সিন্ডিকেট ও এজেন্টরাই লাভবান হচ্ছে। মাঝে পরে বিপাকে পরছেন দেশে ছুটিতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা ও মালয়েশিয়ার শ্রমবাজারে। অতিরিক্ত টাকায় টিকিট কিনতে ধার দেনায় জড়িয়ে পড়তে হচ্ছে তাদের। অথচ পাশের দেশ ভারতে উল্লিখিত রুটে এয়ার টিকিটের মূল্য ১৬ থেকে ১৮ হাজার টাকার মধ্যে।’

সংবাদ সম্মেলন থেকে এয়ার টিকিটের সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান মন্ত্রণালয়কে টিকিটের মূল্য কমানোর জন্য ওপেন স্কাই ঘোষণা করাসহ এয়ারলাইন্সের টিকিট বিপণন ব্যবস্থা তদারকি ও স্পেশাল ফ্লাইট চালু করা এবং এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ট্রাভেল এজেন্সির নিকট অগ্রিম গ্রুপ টিকিট ইস্যু বন্ধ করা এবং অবিক্রিত সকল আসন অনলাইনে(জিডিএ) এ দৃশ্যমান রাখতে সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম সাফায়েত হোসেন, মানবাধিকার সম্পাদক  মোকাম্মেল হোসেন, সহ-ক্রিয়া সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, মাইডিনের এরিয়া ম্যানেজার মামুন, ফয়সাল শেখ, আমির হোসেন রিপন, মিঠুন, শিমুল, ফরিদ, খান তরিকুল, সামসুল বিন কাদের, মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি