ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কনস্যুলেটের হটলাইন

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির একজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নুর আলম নামের ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গী গোলাম সাইদ রিংকু নিখোঁজ রয়েছেন।

ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুর-আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “নুর আলম সুস্থ আছেন। তাকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু রিংকুর কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্রাজুয়েট ছাত্র। তার বাড়ি বগুড়া।”

কনসাল জেনারেল বলেন, “তুরস্কে ভূমিকম্প হয়ে যাওয়া অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখনও কোনো হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থী ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।”

এদিকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নাম্বারটি হলো +৯০৮০০২৬১০০২৬।

এক ক্ষুদে বার্তায় ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ অনুরোধ জানায়।

বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি