ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাংলাদেশি রিংকু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৩

তুর‌স্কের আজাজ শহরে ধ্বংসস্তূপে নিখোঁজ বাংলাদেশি মো. রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে রিংকুকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় জানান, তুরস্কে রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রিংকুকে উদ্ধার করার পর দক্ষিণাঞ্চলীয় প্রদেশের খাহরামানমারাসের একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।” তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলেও জানান তিনি।

রিংকু বগুড়ার বাসিন্দা। তুরস্কের আজাজ শহরে বসবাস করেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি