ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সৌদির সড়কে দুই যুগের প্রবাস জীবনের সমাপ্তি বাদলের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮, ১১ এপ্রিল ২০২৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দিদার ওরফে বাদল (৪৫) নামের এক প্রবাসী। সৌদিতে ৪টি মাদরাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

বাংলাদেশ সময় রোববার বাদ মাগরিব দেশটির রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত দিদার ওরফে বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজি মোঃ আশিদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। 

নিহত বাদলের ছোট ভাই ফজলে রাব্বি জানান, রোববার সকালে প্রাইভেটকারযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাদল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তার আইসিইউতে চিকিৎসা চলছিল। বাংলাদেশ সময় ওইদিন বাদ মাগরিব খবর আসে তিনি মারা গেছেন। 

বাদল প্রায় ২৪ বছর যাবত সৌদিতে বসবাস করে আসছিলেন। ছুটি পেলে ৩-৪ বছর পর পর দেশে আসতেন। সেখানে তিনি ৪টি মাদরাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। 

২০ রমজানে মাদরাসাগুলো বন্ধ হয়ে যাবে। এরপর তিনি তার দেশে ফেরার কথা ছিল বলে জানান তার ছোটভাই ফজলে রাব্বি। 

তিনি জানান, আমার ৪ ভাই সৌদি আরবে প্রবাসী। ভাইয়ের মরদেহের পাশে অন্যান্য ভাইয়েরা রয়েছেন। সর্বশেষ ৪ বছর আগে তিনি দেশে এসেছিলেন। সবাই প্রতিক্ষায় প্রতিক্ষায় ছিলেন তিনি দেশে ফিরবেন, অবশেষে তার মৃত্যুর মাধ্যমে দীর্ঘ দুই যুগের প্রবাস জীবনের সমাপ্তি ঘটলো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি