ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আবুধাবিতে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৩১ মে ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নোয়াখালীর এবং একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।

আবুধাবিতে বসবাসরত ইউছুফের স্বজন আবুল বাশার ও আনোয়ার হোসেন মঙ্গলবার সকালে মোবাইলে তাদের মৃত্যুর খবর জানান পরিবারকে।

নিহতরা হলেন, নোয়াখালির সেনবাগ উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফার্নিচার দোকান ব্যবসায়ী মো. ইউছুফ। একই উপজেলার মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল ও সুমন। অপর জন পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে বলে জানা গেছে। 

প্রবাসীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউছুফ, রাসেল, সুমন ও তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। পরে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হলে দোকানে ঘুমের মধ্যেই তারা ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 

নিহত ব্যবসায়ী মো. ইউছুফের বড় ভাই মো. রসুল জানান, তার ছোট ভাই দীর্ঘ ২৫ বছর ধরে আবুধাবিতে প্রবাস জীবনযাপন করে আসছিলেন। গত দুই বছর আগে তিনি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে শারজা এলাকায় একটি ফার্নিচার শুরু করেন। দীর্ঘ ৫ বছর আগে সর্বশেষ দেশে এসেছিল ইউছুফ। 

তার সংসারে স্ত্রী নুরনাহার বেগম, মাদরাসা শিক্ষার্থী বড় ছেল মাইনুল ইসলাম মিলন (২০) ও পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসান সিফাত রয়েছে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি