ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ছাপাখানার আগুনে দুই বাংলাদেশীর মৃত্যু, দগ্ধ ৪

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪, ১৫ জুন ২০২৩ | আপডেট: ১২:৫৫, ১৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু এলাকার একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন প্রবাসী বাংলাদেশী দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি এলাকার সোলেমান নামের একটি ছাপাখানায় (মুদ্রণ) আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন জানান, তিনি ভোর ৪টা ১৪ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন পান। পরে বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) ও সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ২৩ সদস্য এবং ১৩ জন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশী ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দু’জন ঘটনাস্থলেই মারা যায়। 

তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

এদিকে, আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দু’জন বাংলাদেশী মারা গেছেন তাদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ৬০-৮০ বর্গফুট আয়তনের একটি প্রিন্টিং কারখানায় আগুন ভোর ৪টা ৪৮ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানায় বাতাস চলাচলের জায়গা না থাকায় ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি