ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সৌদির কারখানায় আগুন, সাত বাংলাদেশিসহ মৃত্যু ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৫ জুলাই ২০২৩

সৌদি আরবের দাম্মামের আল-মনসুরা এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর। তবে নিহতদের নাম এখনও জানা যায়নি। 

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। 

নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আগুনের সূত্রপাত কিভাবে, তা এখনও জানা যায়নি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি