ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে অর্থমন্ত্রীকে সংবর্ধনা প্রদান

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ২৭ জুলাই ২০২৩

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মোস্তাফা কামাল এমপি'র মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বুধবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় প্রধান অতিথি আ হ ম মোস্তাফা কামাল এমপি'কে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেদ বাদল ।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বর্তমানে ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা ছাড়াও আগামীতে প্রবাসীদের জন্য পেনশন সুবিধাসহ আরও অনেক রকম সুযোগ সুবিধা নিয়ে ভাবছে সরকার এবং খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। 

এসময় অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, কুমিল্লা জেলা আওমী লীগ সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. ইমাদাদুল হক, সিনিয়র সহ- সভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল, সহ- সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন, সেলিম, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন, যুবলীগ যুগ্ন- আহবায়ক মনসুর আল বাসার সোহেল, সদস্য জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি দাতো আব্দুল রুউফ লিটন, ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লা, এইচ এম জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ । 

এসময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর সভাপতি তোফাজ্জল হোসেন, সহ- সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এ আর সোহাগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।

এমএম// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি