ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

কাতারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কাতার আওয়ামী লীগ। 

গত ১৯ শে আগষ্ট শনিবার রাতে কাতারের রাজধানী দোহার দোহা জেদিদ নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম প্রধান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম। 

বক্তব্য রাখেন উপদেষ্টা শাহাদাত হোসেন নাছের, সহ-সভাপতি নাসির উদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক মসিউর রহমান মিঠু, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক বাবু হারাধন শীল,পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল মাওলা মিঠু,যুবনেতা রহিম পারভেজ, ওমর ফারুক রনি প্রমুখ। 

১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্যসহ আরো যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোছাদেকুর রহমান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি