ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২৬ অক্টোবর ২০২৩

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ অ্যানি বিন আতানের কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলের দপ্তরে বাংলাদেশি নবনিযুক্ত হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন জানায়, পরিচয়পত্র পেশ করতে গিয়ে চিফ অব প্রটোকল ও হাইকমিশনের মধ্যে হওয়া বৈঠকে উভয়পক্ষ দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) ফারহান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. শামীম আহসান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১১তম ব্যাচের কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

পরে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনের দায়িত্ব পালন করেছেন তিনি। শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি