ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২ নভেম্বর ২০২৩

মালয়েশিয়ায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশির শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিহত বাংলাদশিদের উদ্ধারের জন্য খননযন্ত্র ব্যবহার করে মাটি খনন করতে সহায়তা করতে দেখেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে তিন জনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি